মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫

প্রিতিশোক আহবায়ক অশোক সদস্য সচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম রাউজান উরকিরচর ইউনিয়ন আহবায়ক কমিটি গঠিত

রাউজান প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম চট্টগ্রাম উত্তর জেলা শাখার রাউজান থানাস্থ ১২ নং উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামে প্রীতিশোক বড়ুয়াকে আহবায়কে এবং অশোক বড়ুয়াকে সদস্য সচিব করে ৫০ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়েছে।

আবুরখীল কেন্দ্রীয় বিহারে প্রীতিশোক বড়ুয়ার সভাপতিত্বে এবং অশোক বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সাথী উদয় কুসুম বড়ুয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বিএনপিসহ তার অংগসংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে মামলা হামলা এমনকি গুম করে নির্যাতনে স্ট্রীম রোলার চালিয়েছে। রাতে ঘরে থাকতে দেয়া হয়নি। কিন্তু তার পাপের মাত্রা বেড়ে যাওয়ায় সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে। সাধারণ জনগণের প্রতিফলন ঘটে গণ অভ্যুর্থানের মধ্য দিয়ে। আমরা পেয়েছি স্বৈরাচারমুক্ত এক নতুন বাংলাদেশ। দেশের প্রতিটি জেলায় গঠন করা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম। যারা আজ এ নতুন কমিটিতে সদস্য হয়েছেন তাদের সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা।

  • সর্বশেষ
  • পঠিত

পাঠকের আগ্রহ

সম্পর্কিত