রবিবার, জুলাই ২৭, ২০২৫

একুশে পদকপ্রাপ্ত প্রফেসর বিকিরণ প্রসাদ বড়ুয়ার স্মরনসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ নেতা, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব, বহু সংগঠনের সংগঠক, আবুরখীল জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান, একুশে পদক প্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডঃ বিকিরণ প্রসাদ বড়ুয়া দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরন সভা, সংঘদান ও জ্ঞাতীভোজন শনিবার ১২ জুলাই রাউজান উপজেলার আবুরখীল নন্দনকানন ওনার নিজ জম্মজনপদ ধর্মগ্রাম আবুরখীল নন্দন কানন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়।
রাউজান প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক রতনশ্রী মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের ।
স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. বিকিরন প্রসাদ বড়ুয়ার বড় কন্যা কানাডা প্রবাসী সংগীতা বড়ুয়া ।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক শিক্ষাবিদ সুনন্দ মহাথের, বাংলাদশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি জ্ঞানানন্দ মহাথের, আবুরখীল কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ ভদন্ত অরুনা নন্দ মহাথের, নন্দন কানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মদূত ভদন্ত সোবিতা নন্দ মহাথের ।
ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন আবুরখীল জেতবন বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের , আবুরখীল অজান্তা বিহারের অধ্যক্ষ ভদন্ত পরমানন্দ মহাথের, ভদন্ত উকট্টা পঞা থের , ধর্মদর্শন থের , ধর্মশ্রী থের , বুদ্ধানন্দ থের ।
সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ চিকিৎসক ও ইউএসটিসি এর সাবেক উপাচার্য ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়া,প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, অঞ্চল কুমার তালুকদার , বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব ও বাংলাদশে বুড্ডিষ্ট ফেডারেশনের নির্বাহী সভাপতি অশোক বড়ুয়া, চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়য়া, স্বদেশ কুসুম চৌধুরী, বিনয় ভুষন বড়ুয়া, প্রকৌশলী সুনীল কুমার বড়ুয়া ।
উপস্থিত ছিলেন সমাজ সেবক কাজল কান্তি বড়ুয়া, শিক্ষক তপন কান্তি বড়ুয়া, বিভুতি রঞ্জন বড়ুয়া, সংগঠক মৃদুল বড়ুয়া, ভাস্কর্য শিল্পী ইন্দ্রসেন বড়ুয়া, ব্যাবসায়ী সমিরন বড়ুয়া, প্রাক্তন ফুটবলার দিনেশ বড়ুয়া, প্রাক্তন ফুটবলার অপু বড়ুয়া, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া, সংগঠক তাপস বড়ুয়া, সংগঠক প্রনব রাজ বড়ুয়া, নাট্য ব্যাক্তিত্ব রুপায়ন বড়ুয়া কাজল , সাংবাদিক সুপন বিশ্বাস, লেখক ও সংগঠক নুর মোহাম্মদ ,সংগঠক রফিক উদ্দিন প্রমুখ ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রখ্যাত এ পদার্থবিজ্ঞানী জীবদ্দশায় বহু বৈজ্ঞানিক, বৌদ্ধ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং বহু গ্রস্থ রচনা করেছেন। শিক্ষায় অবদানের জন্য ২০২০ সালে একুশে পদক পান অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। তিনি ২০২৩ সালের ১৭আগষ্ট মৃত্যুবরণ করেন ।

  • সর্বশেষ
  • পঠিত

পাঠকের আগ্রহ

সম্পর্কিত