চট্টগ্রাম জেলাধীন রাউজান উপজেলার ঐতিহ্যবাহী আধার মানিক গ্রামের সুপ্রাচীন সনাতন ধর্মাঙ্গন আধার মানিক শ্রীশ্রী গৌরাঙ্গ বাড়ী জাগ্রত মন্দির হিসেবে সুখ্যাত।
প্রতিবছর উক্ত মন্দিরে ৮ বৈশাখ মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী, শ্রীশ্রীজন্মাষ্টমী,শারদীয় দুর্গাপূজা ও মাঘী পূর্ণিমা তিথিতে শ্রীমদ্ভগবদ্গীতাপাঠ এবং অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামসংকীর্তন অনুষ্ঠিত হয়। গত ৯ জুলাই বুধবার পরিচালনা পরিষদের সাধারণ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সুজন রায় চৌধুরী অত্যন্ত আনন্দের সাথে জানান যে, মহান ঈশ্বরের কৃপায় আমাদের আধার মানিক শ্রীশ্রী গৌরাঙ্গ বাড়ী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত হয়েছে ।
যা অনেক দিনের আকাঙ্খিত। তালিকাভুক্ত নম্বর-১৩২২৬/চট্ট/রাউ/৫৩। সভাপতি সুপণ মল্লিক এই আনন্দে সম্পৃক্ত হয়ে গত বৎসরের ২৫ অক্টোবর সর্বসম্মতিতে অনুমোদিত ও গৃহীত সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ করে মন্দির উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানান এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে শ্রীশ্রীগৌরাঙ্গ বাড়ীকে তালিকাভুক্ত করায় উক্ত মন্ত্রণালয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উপস্থিত সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।