নিজস্ব প্রতিবেদক-
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতি সাংঘিক ভিক্ষু ব্যক্তিত্ব,রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের পূর্বআবুরখীল তালুকদার পাড়ার শান্তিময় বিহারের উপাসক প্রয়াত যতীন্দ্র লাল বড়ুয়ার পুত্র সংঘপিতা প্রয়াত প্রিয়দর্শী বড়ুয়া ও সংঘমাতা দেবী রানী বড়ুয়া’র কনিষ্টপুত্র এবং পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারের নবরূপকার, কর্মবীর প্রয়াত প্রজ্ঞানন্দ মহাথের র প্রাণপ্রতিম শিষ্য, রাউজান কেউটিয়া খামারবাড়ি সার্বজনীন ধর্মদূত বিহারের অধ্যক্ষ রত্নসুহৃদ ধর্মানন্দ মহাথের’র শেষকৃত্যানুষ্ঠান রাউজান কেউটিয়া খামারবাড়ী সার্বজনীন ধর্মদুত বিহারে ৪ জুলাইন ২০২৫ শুক্রবার অনুষ্ঠিত হবে ।
সারাদিনব্যাপি অনুষ্ঠানের মধ্যে সকাল বেলা আর্শীবাদক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক শাসনস্তম্ভ জীবনানন্দ মহাথের ও হোয়ারাপাড়া মৈত্রী বিহারের মহাধ্যক্ষ সংঘবন্ধু দেবানন্দ মহাথের ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মধ্যম বিনাজুরী মৈত্রীনিকেতন বিহারের অধ্যক্ষ কর্মবীর দেবমিত্র মহাস্থবীর । বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথেরর সভাপতিত্বে প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের । সকালবেলার পূন্যময় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ এর মহাসচিব শাসনরত্ন সুমিত্তানন্দ থের ।
বিকেল বেলার শেষকৃত্যানুষ্ঠান ও স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মী রতনশ্রী মহাথের ।
আর্শীবাদক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহসভার উর্দ্ধতন সহ-সভাপতি স্মৃতিভাস্কর শীলভদ্র মহাথের ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক অগগমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ অধ্যাপক ড. বনশ্রী মহাথের ।
প্রধান জ্ঞাতী হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সংঘনায়ক শাসনতিলক সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের ও প্রধান সদ্ধর্মদেশকের আসন গ্রহন করবেন খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহারের প্রতিষ্ঠাতা উ পঞ্ঞা চক্ক মহাথের ।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শ্রীসদ্ধর্মশাসনধ্বজ বুদ্ধপ্রিয় মহাথের ।
এছাড়াও দেশ বিদেশের অনেক পন্ডিত প্রবর ভিক্ষুসংঘ ও অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন ।