রবিবার, জুলাই ২৭, ২০২৫

আরবী নববর্ষ বরণ উপলক্ষে রাঙ্গুনিয়ায় আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি- আরবী ১৪৪৭ হিজরি নববর্ষ বরণ উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া রানীরহাটে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুন) সন্ধ্যায় রানীরহাট বাজার চত্বরে ১নং রাজানগর ইউনিয়ন ইসলামী ছাত্রসেনার মুহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রামের স্বনামধন্য বিশিষ্ট নাতখাঁগণের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখরিত হয়ে উঠে পুরো সময় জুড়ে।

অনুষ্ঠান হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আহবায়ক ও রাজানগর ইউনিয়ন ছাত্রসেনার সাধারণ সম্পাদক ইব্রাহিম রেজা মামুন ও সচিব হাফেজ আমির হোসেনের যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগী কেন্দ্রীয় যুবসেনার সাংগঠনিক সম্পাদক এইচ এম শহিদুল্লাহ, ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সভাপতি নুর নবী আলকাদেরী, ইসলামপুরের সভাপতি আল্লামা মোজাম্মেল হোসাইন কলন্দরি, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহেদুল আলম চৌধুরী, রাজানগর জ্বালানী কাঠ ও কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান রনি, ইসলামপুরের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম, উত্তর জেলা ছাত্রসেনা’র সাবেক সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল খালেক, উপজেলা উত্তর যুবসেনার সাধারণ সম্পাদক এইচ এম তারেক হোসাইন, ছাত্রসেনার সহ-সভাপতি জমির উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, রাজানগর ইউনিয়ন যুবসেনার সাবেক সভাপতি হাফেজ আনোয়ার হোসেন, সভাপতি মাওলানা সাইদুল হক, সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, ছাত্রসেনার সাবেক সভাপতি জমির উদ্দিন, মাওলানা ইয়াছিন আরাফাত, ইসলামপুরের সভাপতি নুর নবী, হাফেজ ইকবাল হোসেন কাউসার, মুরাদ, নাসিম উদ্দিন নয়ন, রানীরহাট ফাজিল মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সাইফ উদ্দিন, ওয়াশিম প্রমুখ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহেদুল আলম চৌধুরী’কে সমাজসেবামূলক বিভিন্ন কাজে অবদান রাখায় ইউনিয়ন ইসলামী ছাত্রসেনার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পঠিত

পাঠকের আগ্রহ

সম্পর্কিত