রবিবার, জুলাই ২৭, ২০২৫

প্রয়াত ধর্মানন্দ মহাথের স্মরনে পূর্বআবুরখীলে শোকসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংঘিক ব্যাক্তিত্ব , রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের পূর্বআবুরখীল তালুকদার পাড়ার শান্তিময় বিহারের উপাসক প্রয়াত যতীন্দ্র লাল বড়ুয়ার পুত্র সংঘপিতা প্রয়াত প্রিয়দর্শী বড়ুয়া ও সংঘমাতা দেবী রানী বড়ুয়া’র কনিষ্টপুত্র এবং পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারের নবরূপকার, কর্মবীর প্রয়াত প্রজ্ঞানন্দ মহাথের মহোদয়ের প্রাণপ্রতিম শিষ্য, রাউজান খামারবাড়ি ধর্মদূত বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের এর জম্মজনপদ পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে বিহার পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় আবুরখীল নন্দনকানন বিহারের অধ্যক্ষ ধর্মদূত ভদন্ত সোবিতানন্দ মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।

এই শোকসভায় উদ্বোধনী বক্তব্য রাখেন শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থের । স্বাগত বক্তব্য প্রদান করেন বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক পিকলু বড়ুয়া । প্রয়াত ধর্মানন্দ মহাথেরর পরিবারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি রুপতি রঞ্জন বড়ুয়া ।
ধর্মদেশনা করেন ভদন্ত অরুনানন্দ মহাথের , ভদন্ত পরমানন্দ মহাথের , ভদন্ত ধর্মপ্রিয় মহাথের , ভদন্ত ধর্মদর্শন থের , ভদন্ত ধর্মশ্রী থের , ভদন্ত দেবমিত্র থের , ভদন্ত করুনা প্রিয় ভিক্ষু ।
স্মৃতিচারন করেন সমাজ সেবক সলিল বিকাশ বড়ুয়া, শিক্ষক সনদ কুমার বড়ুয়া , শিক্ষক সুশীল বড়ুয়া, তরুন সমাজ সেবক রুপক বড়ুয়া তুষার ।

উপস্থিত ছিলেন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি অপু বড়ুয়া, বিহার কমিটির অর্থসম্পাদক কমল বড়ুয়া বাবুল, কুনাল বড়ুয়া, সমাজ সেবক মিহির কান্তি বড়ুয়া, কির্তনীয়া মানস মুৎসুদ্দি, সংগঠক রাজু বড়ুয়া, পুলক বড়ুয়া, শৈশব বড়ুয়া সাগর, অনিক বড়ুয়া, রিয়েল বড়ুয়া, আশু বড়ুয়া প্রমুখ ।

  • সর্বশেষ
  • পঠিত

পাঠকের আগ্রহ

সম্পর্কিত