বুধবার, জুলাই ৩০, ২০২৫

রাউজানে মাদ্রাসা ছাত্র পুকুরের পানিতে পড়ে মারা গেছে

নিজস্ব প্রতিবেদক

রাউজান প্রতিনিধি ঃ রাউজানের ডাবুয়া ইউপির খোশাল তালুকদার বাড়ীতে মোহাম্মদ মোস্তাকিম (৬)নামের এক মাদ্রাসা ছাত্র পুকুরের পানিতে পড়ে মারা গেছে।আজ(২৩জুন সোমবার) দুপুরে এঘটনা ঘটে। খোশাল তালুকদার বাড়ীর মো মুবিনের ছেলে মোহাম্মদ মোস্তাকিম স্থানিয় হাজী শামসুল আলম দারুল আরকাম মাদরাসার ২য় শ্রেনীর মেধাবী ছাত্র।তার মৃত্যুতে পরিবার পরিজন,স্বজন,পারা পর্শি সকলেই বাকরুদ্ধ। ছোট এ শিশুর মৃত্যুতে মা-বাবা বারবার মুর্ছা যাচ্ছেন।শান্তনা দিয়ে তাদের বিলাপ বন্ধ করা যাচ্ছেনা।হাজী শামসুল আলম দারুল আরকাম মাদরাসার শিক্ষক শায়ের মাওলানা ওসমান গণী বলেন আজ সকালে মোহাম্মদ মোস্তাকিমের প্রবাসী বাবা (বর্তমান বাড়ীতে) ওমরা হজ্জ করানোর খেয়ালে মোস্তাকিমের দাদী ও মাকে নিয়ে চট্টগ্রামের মনসুরাবাদ পাসপোর্ট অফিসে গিয়েছিলেন মা ও স্ত্রীর পাসপোর্ট বানাতে।আর ঘরে ছিল বেড়াতে আসা নিকট কয়জন আত্মিয়স্বজন।

শখের বসে নিজস্ব বাড়ীর পিছনে ছোট পুকরে মাছ ধরতে যান বেড়াতে আসা স্বজনরা।পিছে পিছে গিয়েছিল ৬বছরের মোস্তাকিমও।সবাই মাছ ধরে ঘরে চলে আসলেও মোস্তাকিম ঘরে ফিরেনি।সে পড়ে যায় পুকুরের পানিতে।দুপুর সাড়ে ১২টার দিকে ভেষে উটে লাশ।এরপরও উদ্ধার করে নেয়া হয় জেকে ও হাটহাজারীর দুটি পৃথক মেডিকেলে।ডাক্তার পরিক্ষা নীরিক্ষা করে মৃত ঘোষনা করেন মোস্তাকিমকে।তৎক্ষনে মেডিকেলে পাগলের মত ছুটে আসেন পিতা-মাতা।তাদের আত্ম চিৎকারে আকাশ বাতাশ ভাড়ী হয়ে যায়।এদিকে মাদ্রাসা শিক্ষক মাওলানা ওসমান গণী জানান আজ মাদ্রাসা খোলা ছিল।মোস্তাকিম কিন্তুু মাদরাসায় যায়নি।বাদ মাগরিব মোস্তাকিমের জানাযা অনুষ্টিত হয়।মোস্তাকিমের ছোট ২বছরের একমাত্র বোন রয়েছে বলে জানাগেছে।

  • সর্বশেষ
  • পঠিত

পাঠকের আগ্রহ

সম্পর্কিত