দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ভেসে উঠেছে দুটি মৃত মা কাতলা মাছ। গতকাল রবিবার (২২ জুন) রাউজান উপজেলার উত্তর মাদার্শা রামদাশ হাট অংশে হালদা নদীতে মাছ দুটি ভেসে উঠলে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়।
মাছ দুটি দৈর্ঘ্য ৩৮ ইঞ্চি ওজন-১২.৮৫০ কেজি, দৈর্ঘ্য-৩৬ ইঞ্চি ওজন-৮.৩৫০ কেজি। বর্তমানে মাছ দুটি রামদাশ হাট নৌ পুলিশ ক্যাম্পের হেফাজতে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর আজাদী। তিনি বলেন, মাছ দুটি উদ্ধার করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দূষণের কারণে নদীতে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় মা কাতলা মাছ দুটি মারা গেছে। তবে মাছের ডিম ছাড়ার কয়েকদিন পর হালদা নদীর শাখা খালগুলোতে কোরবানির গরুর চামড়া, নাড়িভুঁড়ি ফেলার ফলে হালদা নদীতে এই ধরনের পরিবেশ তৈরি হয়েছে।
হালদা গবেষক ড. শফিকুল ইসলাম বলেন, এটি আসলে খুবই দূঃখজনক। প্রতিবছর কোরবানির ঈদে এরকম ঘটনা ঘটে নদীতে। হালদা আমাদের জাতীয় ঐতিহ্য তাই এর জলজ বাস্তুতন্ত্রকে দুষণমুক্ত অর্থাৎ মা মাছ, ডলফিনসহ অন্যান্য জলজ প্রাণির জন্য নিরাপদ রাখতে এবং এই ধরনের কর্মকান্ড প্রতিহত করার জন্য প্রশাসনিকভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।