বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫

খাগড়াছড়ি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন পাজেপ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক | আজ খাগড়াছড়ি মহিলা কলেজে এক শিক্ষাবান্ধব কর্মসূচি আয়োজনে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

উপস্থিত শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী তুলে দেন তিনি। এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে এক প্রেরণার বার্তা বহন করে, বিশেষ করে পাহাড়ি জনপদে শিক্ষার প্রসারে এই ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন পরিষদের সদস্য ও রামগড় সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ এবং পরিষদের সদস্য মোঃ শহীদুল ইসলাম সুমন।

এ সময় অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে কলেজের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
সবাই জিরুনা ত্রিপুরার এই মানবিক ও শিক্ষাবান্ধব ভূমিকাকে সাধুবাদ জানান।

চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তাঁর বক্তব্যে বলেন, “পাহাড়ে অনগ্রসর জনগোষ্ঠীর মেধা বিকাশে আমরা সবাই মিলে কাজ করছি। শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌঁছাতে এই উদ্যোগ ক্ষুদ্র হলেও গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানটি শেষে শিক্ষার্থীরা কৃতজ্ঞতা ও আনন্দের সঙ্গে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পঠিত

পাঠকের আগ্রহ

সম্পর্কিত