শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

সমাজসেবী অমল বড়ুয়ার স্মরণে এতিমদের আহার প্রদান

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট সমাজ সেবক দানশীল ব্যাক্তিত্ব,চট্টগ্রাম চকবাজার নিবাসী(ইউরেকা অ্যান্ড এর টেকনো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের প্রোপাইটর) অমল কান্তি বড়ুয়ার মৃত্যু দিবস উপলক্ষে সম্প্রতি প্রান্তিক লেক শান্তা মিত্র ম্রো অনাথ ভাবনা কেন্দ্রে অনাথদের আহার ও প্রয়াত অমল কান্তি বড়ুয়ার পারলৌকিক সদগতি কামনায় পূণ্যদান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে অমল বড়ুয়ার সহধর্মিনী শিক্ষিকা শেলী বড়ুয়া সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ ওনার কর্মময় জীবনের উপর আলোচনা করেন ।
অনাথ আশ্রমে প্রায় একশতজন অনাথ এতিম ছেলেমেয়েদের একবেলা আহার প্রদান করা হয় ।

  • সর্বশেষ
  • পঠিত

পাঠকের আগ্রহ

সম্পর্কিত