শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫

বাকলিয়া এক্সেস রোডে ব্রাশ ফায়ারে ২জন নিহত, আহত ১

মোহাম্মদ বেলাল হোছাইন, চট্টগ্রাম ব্যুরো

নগরীর নির্জন রাতের রাস্তায় বাইক আরোহী অস্ত্রধারী ধাবমান সন্ত্রাসীদের ব্রাশফায়ারে প্রাইভেট কারের ছয় আরোহীর মধ্যে দুইজনের করুণ মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আরও একজন। গতরাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রাম মহানগরের বাকলিয়া এক্সেস রোডে এ ঘটনা ঘটে। এতে মো. আব্দুল্লাহ (৩২) ও মো. মানিক (৩০) নামক দুজন মারা যায়। তারা উভয়ে চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা।

এই হত্যাকাণ্ডের পেছনে জমির বিরোধ আর রাজনৈতিক দ্বন্দ্বের ছায়া আছে বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য মিলেছে। একটি প্রভাবশালী দলের মহানগর শাখার দুই নেতার অনুসারীর নাম আসছে। একটি প্রকল্প পরিদর্শণ শেষে বাড়ি ফিরতে গিয়ে প্রাণ হারালেন নিহতরা।

ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে একজন নেতা তাদেরকে হুমকি দিয়েছিল বলে খবর চাওর হয়েছে। সেই হুমকি বাস্তবে রূপ নিয়ে এই নির্মম হত্যার ঘটনা ঘটলো কি না তা খতিয়ে দেখার জোর দাবি ওঠেছে।  এ ঘটনায় হতবাক হয়ে গেছে চট্টগ্রামবাসী। নিহত ও আহতদের পরিবারে চলছে কারবালার মাতম। এ ঘটনায় জড়িতরা ছাড় পাবে না বলে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ জানিয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত

পাঠকের আগ্রহ

সম্পর্কিত