শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫

গাজায় হামাসের ক্ষমতা ত্যাগের আহ্বান ফাতাহের

নিউজ ডেস্ক :  ফাতাহ গাজাবিষয়ক মুখপাত্র মুনথার আল-হায়েক হামাসকে ক্ষমতা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে উপত্যকায় হামাসের শাসন ফিলিস্তিনি স্বার্থের জন্য হুমকিস্বরূপ। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ফাতাহ মুখপাত্র জনগণের দাবি মেনে নেয়ার এবং জনস্বার্থে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন যে শিশুদের রক্তপাত বন্ধ করাকে অগ্রাধিকার দেয়া উচিত।

হামাস পূর্বে জানিয়েছে, ইসরাইলের যুদ্ধ শেষ হওয়ার পরে তারা গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে প্রস্তুত। উপত্যকার পুনর্গঠনের জন্য মিসরের নেতৃত্বাধীন প্রস্তাবকে তারা স্বাগত জানিয়েছে। তাদের পরিকল্পনার প্রথম পর্যায়ে অঞ্চলটি পরিচালনা করার জন্য টেকনোক্র্যাটদের একটি কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে। সূত্র : আল জাজিরা

  • সর্বশেষ
  • পঠিত

পাঠকের আগ্রহ

সম্পর্কিত