শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫

অপহরণের পর মুক্তিপণ আদায়, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

নিউজ ডেস্ক : বগুড়ায় ২ যুবককে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় আরএমপির ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আরএমপির একটি সূত্র। এর আগে দুই যুবককে অপহরণের পর মুক্তিপণের টাকা আদায়ের অভিযোগে রাজশাহী মহানগর (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ৫ পুলিশ সদস্যসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করে বগুড়ার ধুনট থানা পুলিশ। রবিবার (২৩ মার্চ) মধ্যরাতে চাঁদার টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- আরএমিপর ডিবি শাখার উপপরিদর্শক (এসআই) শাহীন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, কনস্টেবল আবুল কালাম আজাদ, কনস্টেবল মো. মাহবুর আলম এবং কনস্টেবল মো. বাশির আলী। এ সময় তাদের সঙ্গে থাকা গাড়ির ড্রাইভার মো. মেহেদী হাসানকেও গ্রেপ্তার করা হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত

পাঠকের আগ্রহ

সম্পর্কিত