বার্তা পরিবেশক : কক্সবাজারে বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নানের নেতৃত্বে এবারের প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্টিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন আবহাওয়া সহকারী কাজী হুমায়ুন রশীদ , মোঃ আলমগীর, দুলাল চন্দ্র দাশ, মুজিবুল হক, মোঃ শাহাদাত হোসেন, জাহাঙ্গীর আলম, কমল কান্তি পাল, সালমা খাতুন, রীনা পাল, মুবিন কুতুবী , মাহাবুব ও মোমেন প্রমূখ।
সভায় সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বিশ্ব আবহাওয়া দিবসের প্রতিপাদ্য “Closing the Early Warning Gap Together” আগাম সতর্কবার্তার সমীবদ্ধতা হ্রাসে সম্মিলিত প্রয়াস-বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি বলেন আগাম সতর্কবার্তা জনসাধারনের দোরগোড়ায় পৌঁছে দিতে এবারের প্রতিপাদ্য বিষয় কার্যকরী ভূমিকা রাখবে।
সঠিক ও সময় উপযোগী আগাম সতর্কবার্তা জীবন ও সম্পদ বাঁচাতে কার্যকর ভূমিকা পালন করছে। দুর্যোগ ঝুঁকি হ্রাস, কৃষি, নগর পরিকল্পনা, জরুরী সেবা প্রতিটি ক্ষেত্রে আবহাওয়া পূর্বাভাসের গুরুত্ব অনস্বীকার্য।
পরিশেষে আবহাওয়া পরিবারের সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত ঘোষনা করা হয়।