নিউজ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া উপকূলীয় এলাকার আত্মসমর্পণ করা ১২৭ জন আলোর পথের অভিযাত্রীর (জলদস্যু) মাঝে ঈদ উপহার বিতরণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রবিবার (২৩ মার্চ) দুপুরে বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে র্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে এসব উপহার দেওয়া হয়।
এর আগে আত্মসমর্পণ করা এসব আলোর পথের অভিযাত্রীদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করে র্যাব। এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, জলদুস্যতা থেকে যারা আলোর পথে ফিরে এসেছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব সহযোগিতা করা হচ্ছে। র্যাব ফোর্সেসের পক্ষ থেকে তাদেরকে তদারকি করা হয়। তাদের কাছে বার্তা দিতে চাই যারা সুস্থ জীবনে ফিরে এসেছে তাদের পাশে সবসময় থাকবো। তাদের মামলাগুলো প্রত্যাহারের জন্য তালিকা পাঠিয়েছি। তাদেরকে আহ্বান জানাচ্ছি- যেন পূর্বের জীবনে ফিরে না যায়।
এ সময় আরও উপস্থিত র্যাব-৭ এর উপ-পরিচালক মেজর সাদমান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
ঈদ উপহার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আলোর পথের এই অভিযাত্রীরা র্যাবের এরূপ মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।
এর আগে ২০১৮, ২০০০ ও ২০২২ সালে দফায় দফায় ১২৭ জলদস্যু র্যাবের কাছে আত্মসমর্পন করে সুস্থ জীবনে ফিরে আসেন।