নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের হলিডে মোড়স্থ সাগরপাড় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের এর বাসায় চুরির ঘটনা ঘটেছে। এসময় ব্যবহারের ল্যাপটপ, নগদ টাকা ও ৩টি মোবাইল ফোন চোরের দল নিয়ে যায়। গেল ২৩ ফেব্রুয়ারি গভীর রাতে সাগরপাড় জামে মসজিদ সংলগ্ন বাসায় এ চুরির ঘটনা ঘটে। এতে চোরের দল ইমামের বাসা থেকে নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি করে।
ভুক্তভোগী ইমাম আব্দুল কাদের জানান, শহরের হলিডে মোড়স্থ সাগরপাড় জামে মসজিদের সংলগ্ন বাসায় তিনি ও তার স্ত্রী সন্তান নিয়ে থাকেন। দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে নামাজ পড়ানোর জন্য ঘুম থেকে ওঠেন। মসজিদে যাওয়ার সময় দেখেন বাইর থেকে জানালা লাগানো। তারপর সন্দেহ হলে বাসায় ঢুকে দেখেন ওয়ারড্রপের ড্রয়ার খোলা এবং জামা কাপড় আরও কিছু জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। তখন চুরির বিষয়টি তিনি বুঝতে পেরে স্ত্রীকে ঘুম থেকে ডেকে দেখেন। তখন তারা বুঝতে পানে তাদের জিনিসপত্র হারিয়েছে এবং বাসায় চোরের দল হানা দিয়েছে।
তিনি আরও জানান, চোরের দল তার বাসার জানালা কেটে ঘরে প্রবেশ করেছে। এ ঘটনায় তিনি কক্সবাজার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, অভিযোগের ভিত্তিতে তিনি জেনেছেন শহরের হলিডে মোড়স্থ সাগরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদের এর বাসায় চুরির ঘটনা ঘটেছে। এই অভিযোগটি তদন্তধীন রয়েছে এবং গুরুত্বসহকারে দেখা হচ্ছে।