নিউজ ডেস্ক : এবারের ঈদুল ফিতরে টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আগেই টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর বৃহস্পতিবার (৩ এপ্রিল) নির্বাহী আদেশে একদিন ছুটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে একদিন ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত একজন উপদেষ্টা এই প্রতিবেদককে মোবাইল ফোনে এই ছুটি অনুমোদনের কথা জানান। এতে শুক্রবার (২৮ মার্চ) থেকে শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত টানা নয় দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
চাঁদ দেখা সাপেক্ষে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করা হয়েছিল। এই হিসাবে কাগজপত্রে ২৯ মার্চ শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একই সাথে একই দিন পবিত্র শবে কদরেরও ছুটি। ফলে বাস্তবে ছুটি শুরু হচ্ছে শুক্রবার (২৮ মার্চ) থেকে।
আগের ঘোষণা অনুযায়ী, ছুটি শেষে অফিস খোলার কথা ছিল বৃহস্পতিবার (৩ এপ্রিল)। এর পরের দু‘দিন আবার সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখন বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি হওয়ায় শুক্রবার (২৮ মার্চ) থেকে শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত টানা নয় দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এই ছুটি শুরুর দু’দিন আগে আছে বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি। পরদিন বৃহস্পতিবার (২৭ মার্চ) একদিন অফিস খোলা থাকবে। ফলে ছুটির সুযোগ আরো বেশি থাকছে।
এদিকে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নতুন কার্যনির্বাহী কমিটির একজন সদস্য জানিয়েছেন, এবারের ঈদে সংবাদমাধ্যমগুলোতে তিন দিন ছুটি থাকবে। তবে রোজা যদি ৩০টি হয়, তাহলে একদিন বাড়িয়ে চার দিন ছুটি করা হবে। সূত্র : ইউএনবি