যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের খাদ্য সহায়তা কমানোর ফলে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ অনাহারের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, ইউএসএআইডির ৮৩ তহবিল বন্ধ করা হয়েছে। এর ফলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষেরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, তহবিল-সংকটের কারণে সোমালিয়ায় তাদের খাদ্য সহায়তা কমানো হয়েছে। গত মাসে সংস্থাটি সতর্ক করেছিল, এপ্রিল থেকে দেশটিতে প্রায় ৪৪ লাখ মানুষ অপুষ্টিতে ভুগতে পারে। এর কারণ হিসেবে খরা, বৈশ্বিক মূল্যস্ফীতি ও সংঘাতকে দায়ী করা হচ্ছে।
এর আগে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য বরাদ্দ অর্ধেক কমানো হয়। একইভাবে কেনিয়ায় শরণার্থীদের রেশন কমানোর ফলে গত সপ্তাহে বিক্ষোভ দেখা দিয়েছে।
বিশ্বজুড়ে অসমতা নিয়ে কাজ করা থিংকট্যাংক ওডিআই গ্লোবাল ওয়াশিংটনের পরিচালক এলিজাবেথ ক্যাম্পবেল বলেন, ‘যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের সবচেয়ে বড় মানবিক সহায়তাকারী, বিশেষ করে খাদ্য সহায়তার ক্ষেত্রে। এখন এই সহায়তা কমানোর ফলে অপুষ্টি, দুর্ভিক্ষ ও মৃত্যুর সংখ্যা বাড়বে।’