রবিবার, জুলাই ২৭, ২০২৫

কারও হটকারিতা বা বাড়াবাড়ির কারণে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা-সাইফুল হক

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রামে মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন সরকারের অকার্যকারীতায় লুম্পেন বখাটেদের দৌরাত্ম অপ্রতিরোধ্য হয়ে উঠছে।
গতকাল ৫জুলাই শনিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের একবছরের পর মব সন্ত্রাসকে আর বরদাস্ত করা যাবেনা।তিনি বলেন, কোন কোন মহল পরিস্থিতিকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার।
তিনি বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণা আসতে বিলম্ব হলে এই নৈরাজ্যিক পরিস্থিতি আরও বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে।
তিনি বলেন,গণ-অভ্যুত্থানকারী জনগণ ও রাজনৈতিক দলসমূহের নিষ্ক্রিয়তায় মব সন্ত্রাস চালিয়ে লুম্পেন বখাটেরা সর্বত্র তাদের দৌরাত্ম প্রতিষ্ঠিত করছে।সরকার, বিশেষ করে আইন শৃংখলা বাহিনীর অকার্যকারীতায় ক্রমে এরা অপ্রতিরোধ্য হয়ে উঠছে এবং তাদের গুন্ডামী ও দখলদারিত্ব অব্যাহত রেখেছে। এই অবস্থা চলতে দিলে গণঅভ্যুত্থানের অর্জনটাই বিনষ্ট হয়ে যেতে পারে।তিনি বলেন, কারো হটকারিতা বা বাড়াবাড়ির কারণে অভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা।
মতবিনিময় সভায় তিনি বলেন, মব সন্ত্রাসের হোতাদেরকে রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যাবেনা। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, গত এগারো মাসে “মব জাস্টিসে”র নামে অসংখ্য সন্ত্রাসী ঘটনা ঘটানো হয়েছে।অনেকগুলো ঘটনার সাথে সরকারের মধ্যকার নানা অংশের ইন্ধন যোগানোর গুরুতর অভিযোগ রয়েছে। তিনি বলেন, ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণ- অভ্যুত্থানের বর্ষপূর্তীতে দেশজুড়ে এই ধরনের সন্ত্রাসী নৈরাজ্যিক তৎপরতা কোনভাবেই বরদাস্ত করা যাবেনা।
তিনি এইসব হামলা আক্রমণের ঘটনায় অভিযুক্তদের দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে তাদের গ্রেফতার, কঠোর ব্যবস্থা ও আইনানুগ বিচার দাবি করেছেন।একইসাথে তিনি মব সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ জোরদার করারও আহবান জানিয়েছেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার আহবায়ক ডাঃ মৃদুল বড়ুয়ার সভাপতিত্বে ও পার্টির মহানগর সংগঠক আর ইউ হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সংগঠক যুবনেতা বাবর চৌধুরী, ড. মোকতার হোসেন, কবি মাহমুদুল হাসান নিজামী,ফোরামের সভাপতি জিএম মাহাবুব হোসেন, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, সাইফুল ইসলাম, জামাল হোসাইন, সেলিম উদ্দিন চৌধুরী, সাংবাদিক রতন বড়ুয়া, মিলন বডুয়া, উসমান গনি, নূরুল ইসলাম, ইকবাল হোসেন,ডাক্তার ঝরনা আকতার, লাভলী দিও ক্যাথরিন, জনি বডুয়া প্রমুখ।
মতবিনিময় সভার শুরুতেই জুলাই – আগস্ট গণ- অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।
সভার দ্বিতীয় পর্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম মহানগর কর্মীসভা অনুষ্ঠিত হয় ।

  • সর্বশেষ
  • পঠিত

পাঠকের আগ্রহ

সম্পর্কিত