গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হার্ট ও থ্যালাসেমিয়া রোগীর জন্য বরাদ্দ কৃত অর্থ হতে আজ রোগীদের আবেদনের প্রেক্ষিতে প্রত্যেক রোগীদের মাঝে ৫০,০০০/- টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রোগীকল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তসলিম উদ্দিন এমফিল এমপিএইচ ।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক মোঃ ইলিয়াছ চৌধুরী, সমাজসেবা অফিসার ও রোগীকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা।