রবিবার, জুলাই ২৭, ২০২৫

দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনে রাখা হয়েছে হাজার হাজার কোরবানিযোগ্য গরু ও ছাগল

ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামে নূর নগর হাউজিং সোসাইটিতে গরু-ছাগলের হাট

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের অন্যতম প্রাণকেন্দ্র নূর নগর হাউজিং সোসাইটিতে (প্রকাশ ইলিয়াস ব্রাদার্সের মাঠ) বসেছে এক বিশাল কোরবানির গরু-ছাগলের হাট। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই অস্থায়ী হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনে রাখা হয়েছে হাজার হাজার কোরবানিযোগ্য গরু ও ছাগল।

হাট পরিচালনা কমিটির পক্ষ থেকে জানা গেছে, নিরাপত্তা ও পশুর স্বাস্থ্য নিশ্চিত করতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিটি পশুর জন্য থাকছে পশু চিকিৎসকের সেবা, এবং ক্রেতাদের সুবিধার্থে থাকছে পৃথক পার্কিং এলাকা। এ ছাড়াও হাটে নজরদারিতে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ দল।

ইলিয়াস ব্রাদার্সের মাঠে বসা এ হাটটিকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও আশপাশের এলাকার মানুষের মাঝে ঈদের আমেজ ও ব্যস্ততা শুরু হয়ে গেছে। হাটে আগত ক্রেতারা জানাচ্ছেন, এ বছর গরুর দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে, যা মধ্যবিত্তদের জন্য স্বস্তিদায়ক।
স্থানীয় এক গরু ব্যবসায়ী বলেন, “আমরা বরিশাল, কুষ্টিয়া, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে গরু এনেছি। হাটে ভালো ক্রেতার উপস্থিতি রয়েছে। আশা করছি ভালো বেচাকেনা হবে।”

চট্টগ্রাম সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় এ হাট চলবে ঈদের আগের দিন পর্যন্ত। আয়োজকেরা জানান, স্বাস্থ্যবিধি ও হাইজিন বজায় রেখে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদে কেনাবেচা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

এটি এখন পর্যন্ত চট্টগ্রামের অন্যতম বৃহৎ কুরবানির হাট হিসেবে বিবেচিত হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলেও আশা করছেন স্থানীয়রা

  • সর্বশেষ
  • পঠিত

পাঠকের আগ্রহ

সম্পর্কিত