ইসলামিক আমিরাতের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ওয়াশিংটনে অবস্থিত আফগান দূতাবাস তত্ত্বাবধায়ক সরকারের কাছে হস্তান্তর এবং কাবুলে মার্কিন দূতাবাস পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে। সম্প্রতি কাবুল সফরকারী আমেরিকান প্রতিনিধি দলের সাথে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখন তত্ত্বাবধায়ক সরকার ওয়াশিংটনের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।
মুজাহিদ আল আরাবিয়াকে বলেন, ‘আমেরিকায় আফগান দূতাবাস হস্তান্তরের বিষয়ে আলোচনা চলছে। এটি বোঝাপড়ার শুরু মাত্র। কাবুল সফরকারী মার্কিন প্রতিনিধিরা কিছু বিষয়ে আলোচনা করে দেশে ফিরে গেছেন। এখন আমাদের দেখতে হবে, তাদের পরবর্তী পদক্ষেপ কী হয়।’
তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের অধ্যায় বন্ধ করেছে। এখন দেশটির সাথে সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। এ লক্ষ্যে তিনি কাবুল ও ওয়াশিংটনের মধ্যে আস্থা তৈরির ওপর গুরুত্ব দেন এবং কাবুলে মার্কিন দূতাবাস পুনরায় চালুর আহ্বান জানান।
মুজাহিদ বলেন, ‘আমরা চাই কাবুলে মার্কিন দূতাবাস তাদের কার্যক্রম পুনরায় শুরু করুক, যাতে দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় হয় এবং কূটনৈতিক সহযোগিতা এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যা উভয় দেশের স্বার্থ রক্ষা করে।’
রাজনৈতিক বিশ্লেষক মঈন গুল সামকানাই মনে করেন, ‘দোহা চুক্তির একটি অংশ বাস্তবায়িত হলেও আন্তঃআফগান আলোচনা এখনো সম্পন্ন হয়নি। এ প্রক্রিয়াটি সম্পন্ন করা জরুরি। যদি তা হয়, তাহলে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সাথে সম্পর্ক স্থাপন আমাদের জন্য আরো সহজ হবে।’ সূত্র : তোলো নিউজ